পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ‘চুক্তি করবে’ ইরান-রাশিয়া

পশ্চিমা চাপের মধ্যেই ইরান ও রাশিয়া নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করবে– এমন দাবি করেছেন তেহরানের এক শীর্ষ কর্মকর্তা।

এ বিষয়ে রুশ কর্মকর্তাদের কোন বক্তব্য এখনো পাওযা যায় নি। তবে দুই দেশের মধ্যে আন্তঃসরকারি চুক্তিতে বলা হয়েছিল যে- রাশিয়া আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে, যার চারটি ইরানের বুশেহরে থাকবে।

ইরানের আণবিক শক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মোহাম্মদ ইসলামি জানান, “আগামী দিনে নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ান ফেডারেশন একটি চুক্তি স্বাক্ষর করবে। দুই দেশের মধ্যে আন্তঃসরকারি চুক্তিতে বলা হয়েছে যে রাশিয়া আটটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণ করবে, যার মধ্যে চারটি বুশেহরে থাকবে।”

ইসলামির মতে, দ্বিপাক্ষিক চুক্তির দ্বিতীয় অংশ বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে, নতুন বিদ্যুৎ ইউনিট নির্মাণের জন্য স্থান নির্বাচন এবং সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।

তিনি দাবি করেন, এই সপ্তাহে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, নকশা, প্রকৌশল এবং অন্যান্য কাজ শুরুর পদক্ষেপ নেওয়া হবে।

দক্ষিণ ইরানের বুশেহর শহরের কাছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ ১৯৭৫ সালে পশ্চিম জার্মানি শুরু করেছিলো কিন্তু ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সূত্রপাতের পর তা বন্ধ হয়ে যায়। ১৯৯২ সালে রাশিয়া এবং ইরান নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ২০১১ সালের সেপ্টেম্বরে, প্রথম বিদ্যুৎ ইউনিটটি গ্রিডের সাথে সংযুক্ত করা হয় এবং ২০১৩ সালের সেপ্টেম্বরে ইরানের কাছে হস্তান্তর করা হয়।