‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছেন। একই শাস্তি পেতে পারেন তার সতীর্থ জর্ডি আলবা।

মেজর লীগ সকারের অল স্টার ম্যাচ থেকে সরিয়ে নেয়ায় শাস্তি পেতে পারেন তারা।

যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর সেরা ফুটবলারদের নিয়ে এমএলএস দল গঠন করা হচ্ছে। যারা আগামী বুধবার অল স্টার ম্যাচে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে মাঠে নামবে।

এরই মধ্যে ইন্টার মিয়ামি মেসি ও জর্ডি আলবা যে ম্যাচটিতে খেলবেন না, তা লিগ কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে।

এর পরই লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ইনজুরির মত সমস্যা না থাকলে তাদের ম্যাচটি খেলতে হবে, না হলে শাস্তি পেতে হবে।

ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাসচেরানো এর আগে এই দুই তারকাকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন।