‘ফেব্রুয়ারি বা এপ্রিলে’ নির্বাচন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এজন্য তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সারার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত ঢাকার নীতি-নির্ধারকরা বৈঠক করেন।

এ বৈঠক আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির জন্য ডাকা হয়েছিল, জানান প্রেস সচিব।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের সব নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি বসানোর নির্দেশনা দিয়েছেন।

একই সঙ্গে বাংলাদেশের শেষ ৩ নির্বাচনে যারা পোলিং ও প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের আবার নিয়োগ দেয়ার বিষয়ে যাচাই-বাছাই করতে বলেছেন তিনি।

মুহাম্মদ ইউনূস নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন।

প্রেস সচিব জানিয়েছেন, আগামী নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে।