পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়েছে ৫ উইকেটে। এটি ভারতের নবম এশিয়া কাপের শিরোপা জয়। এশিয়া কাপে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডও ভারতের দখলে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়। জবাবে ৫ উইকেট হাতে রেখে তিলক ভার্মার দৃঢ়তায় ১৯.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ভারত। অপরাজিত চ্যাম্পিয়নের তকমা পরে সূর্যকুমার যাদবের দল।  

স্বল্প রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে ভারত। দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফের বলে সাজঘরে ফেরেন আসরের সর্বোচ্চ রানশিকারী অভিষেক শর্মা। তার থেকে আসে ৫ রান। এরপর সূর্যকুমার যাদবও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শাহিন আফ্রিদির বলে দুর্দান্ত ক্যাচে ১ রান করে সাজঘরে ফেরেন যাদব।

দলের হাল ধরার সময় সাজঘরে ফেরেন আরেক ওপেনার শুভমন গিল। তার থেকে আসে ১২ রান। তিনিও ফাহিম আশরাফের বলে সাজঘরের পথ ধরেন। দ্রুত ৩ উইকেট হারিয়ে দিশেহারা ভারতের হাল ধরেন তিলক ভার্মা ও সনজু স্যামসন। আবরার আহমেদের বলে আউট হন স্যামসন, করেন ২৪ রান।

পঞ্চম উইকেট জুটিতে দুবে ও তিলক ভার্মা ৬০ রানের জুটি গড়ে দলকে প্রায় জয়ের বন্দরে নিয়ে যান। দুবে ২২ বলে ৩৩ রান করেন। তিলক ভার্মা ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিম আশরাফ।

এশিয়া কাপে প্রথমবার ফাইনাল খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। এ দুই ওপেনারের থেকে আসে ৮৪ রানের মূল্যবাদ একটি জুটি। ফারহান ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলার পর বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন।

এরপর ফখর জামান সাইম আইয়ুবকে নিয়ে ইনিংসে রান শুরু করেন। এ জুটিতে ১৯ বলে ২৯ রান আসার পর আয়ুব ১৪ রান করে আউট হন। এরপর ফখর ৩৫ বলে ৪৬ রান করেন। পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

পাকিস্তানের সাজানো ইনিংসে ধস নামান ভারতের বোলাররা। ১১৩ রানে ২ উইকেটের পর ১৪৬ রানে অলআউট হন সালমান আলী আঘার দল। ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল।