এশিয়া কাপ: রাতে ভারত-পাকিস্তান মহারণ

ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটে এই দ্বৈরথ রুপকথার গল্পের মতোই পুরনো, যার আবেদন কখনোই ফুরায়নি।

ফলে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেট ভক্তরা। আর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি হতে যাচ্ছে দুবাইয়ে, রোববার রাতে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গ্রুপ ‘এ’-এর লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

নতুন প্রজন্মের লড়াই

ভারতীয় দলে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা, আর পাকিস্তানও খেলবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়া।

এই ৪ তারকা বহু বছর ধরে দেশ দুটির প্রতিনিধিত্ব করছেন। তাদের ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচের অর্থ হলো- একটি জেনারেশন তাদের লড়াই শেষ করে ফেলেছে।

এবার পুরনো লড়াইয়ের মঞ্চে উঠছে নতুন আরেকটি প্রজন্ম। সেখানে লড়বে- অভিষেক শর্মা, শুভমন গিল, সাইম আয়ুব, সালমান আগার মত তারকারা।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম

শেষ ৫ টি-২০ ম্যাচে ২ দলের পরিসংখ্যান একই। ৪টি জয় ও একটি করে পরাজয়।

নজরে থাকবেন যারা

সূর্যকুমার যাদব: টি-২০ ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন সূর্যকুমার যাদব। কিন্তু পাকিস্তানের বিপক্ষে এখনো সফল হতে পারেন নি তিনি। দলটির বিপক্ষে ৫ ম্যাচ খেলে ফেললেও একবারও ২০ রানের গণ্ডি পেরুতে পারেননি।

এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে তার ব্যাট কতটা হাসে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সালমান আগা: টি-টোয়েন্টিতে তার ৮টি ফিফটির মধ্যে ৪টিই এসেছে এ বছর। ভারতের বিপক্ষে তিনি কেমন করবেন, তা দেখতে চাইবে দর্শকরা।

ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ- কারা খেলবেন?

ভারত: অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সুর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নবাজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

ভারত-পাকিস্তান ম্যাচে কেমন রান হতে পারে?

দুবাইয়ে গত দুই বছরে প্রথম ইনিংসের গড় রান রেট: ৭.৭। ফলে ১৫০ থেকে ১৬০ রান এই পিচের স্বাভাবিক স্কোর। কারণ, দুবাইয়ের পিচকে লো-স্কোরিং পিচ হিসেবেই বিবেচনা করা হয়।

ফাস্ট বোলারদের শিকার: এই মাঠে ৪৪১ উইকেটের মধ্যে ২৭৭ উইকেট নিয়েছেন পেসাররা। অর্থাৎ বুমরাহ- আফ্রিদিদের আগুন ঝরানোর সুযোগ আছে।

তবে মাঠটিতে স্পিনারদের ইকোনমি: ৭.০৩, ফাস্ট বোলারদের যা ৮.৩৬।

এছাড়া আকাশ পরিষ্কার থাকবে, তবে গরম ও আর্দ্রতা থাকবে চরম।

পরিসংখ্যানে ভারত-পাকিস্তান

২০১৪ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে খেলা ৮টি টি-টোয়েন্টির মধ্যে ৭ বার জয়ী হয়েছে রান তাড়া করা দল।

দুবাইয়ে দুই দলের সবকটি ম্যাচে রান তাড়া করা দল জয় পেয়েছে।

হার্দিক পান্ডিয়া ভারত-পাকিস্তান টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি (৬ ইনিংসে ১৩ উইকেট, গড় মাত্র ১২)।

বিশ্বকাপের পর থেকে ভারতের রান রেট: ৯.৬৬ (পূর্ণ সদস্যদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ)।

পাকিস্তানের রান রেট: ৮.১২ (পূর্ণ সদস্যদের মধ্যে সপ্তম)।

লড়াইয়ের আগে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডোশকাতের বার্তা, “আমরা ভাগ্যবান, কারণ সঞ্জু, অক্ষর, হার্দিকের মতো ক্রিকেটার আছে- যারা যে কোন পজিশনে খেলতে পারে। এটাই আমাদের বাড়তি শক্তি।”

আর পাকিস্তানের ব্যাটার সাইম আয়ুব বলেন, “এটা বড় ম্যাচ। দুই দেশের মানুষই আবেগ দিয়ে দেখে। তবে আমাদের ফোকাস ভাল খেলার উপর, ফলাফলের উপর নয়।”