চতুর্থ দিনের শেষ বিকেল। ভারতের দেয়া ৩৭৪ রানের লক্ষ্যে ম্যাচ জয় থেকে মাত্র ৩৫ রান দূরে ইংল্যান্ড। তার আগে প্রসিধ কৃষ্ণার বলে জেমি ওভারটনের ক্যাচের আবেদন আম্পায়ার রিভিউয়ে পাঠান থার্ড আম্পায়ারের কাছে। নটআউট দেখানোর পর দুই আম্পায়ার আহসান রাজা ও কুমার ধর্মসেনা দিনের আলো পরিমাপ করে খেলা বন্ধ করে।
খেলার প্রায় শেষ দিকে কিছুটা টুইস্ট বাকি ছিল ভারতের জন্য। শেষ বিকেলে এসে দুই সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক ও জো রুটকে আউট করার পর জ্যাকব বেথেলও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। জয়ের পাল্লা কিছুটা ভারতের দিকে হেললেও আলোক স্বল্পতা ভারতের সেই সম্ভাবনায় পানি ঢেলে দেয়।
ওভালে চতুর্থ ইনিংসে এর আগে ২৬৩ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল। সেখানে ইংল্যান্ডের সামনের জয়ের লক্ষ্য ছিল ৩৭৪ রান। ইনিংসের শুরুতেই সবাই ফেবারিট ধরে নিয়েছিলেন ভারতকে। তবে চতুর্থ দিন দেখা গেছে তার উল্টো চিত্র। চতুর্থ দিনের পুরোটা নিয়ন্ত্রণ করেছে ইংল্যান্ড।
জো রুট ও হ্যারি ব্রুক দ্বিতীয় সেশনের পুরোটা ব্যাটিং করে ১৯৫ রানের জুটি গড়ে। এ সময় ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩০১। আর মাত্র ৭৩ রান দরকার। তখন আউট হন ১১১ রান করা ব্রুক। তারপর সেঞ্চুরি তুলে নেন জো রুটও। ইংল্যান্ডের জয় তখন সময়ের ব্যাপার মাত্র। তবে বাধ সাধেন প্রসিধ কৃষ্ণা। শেষ বিকেলে দ্রুত ২ উইকেট তুলে নিলে ইংল্যান্ড কিছুটা চাপে পড়ে।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টের শেষ দিন ভারতের দরকার আরও ৪ উইকেট। আর ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের জয়ের জন্য লাগবে আরও ৩৫ রান। ব্যাটে আছেন জেমি ওভারটন ও জেমি স্মিথ। শেষ দিনের প্রথম সেশনে বের হবে ম্যাচের ফলাফল।
ভারত প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়েছিল। এরপর ইংল্যান্ড ২৪৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৯৬ রান করলে ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান।
