দীর্ঘ বিরতির পর বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা “নতুন কুঁড়ি” আবার শুরু হচ্ছে।
দেশের নানা প্রান্তের শিশু-কিশোররা এতে অংশ নেবে অভিনয়, নাচ ও সংগীতের বিভিন্ন শাখায়।
ছোটদের লুকানো প্রতিভা খুঁজে বের করার এ আয়োজন ঘিরে ইতিমধ্যেই সাড়া পড়েছে অভিভাবক ও অংশগ্রহণকারীদের মাঝে।
কোন কোন বিভাগে অংশ নেওয়া যাবে?
শিশু-কিশোররা মোট ৩টি বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবে-
অভিনয় বিভাগ: অভিনয়, আবৃত্তি, গল্পকথন বা কৌতুক
নৃত্য বিভাগ: সাধারণ নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য
সঙ্গীত বিভাগ: দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত ও হামদ-নাত
বয়সভিত্তিক ২ গ্রুপ
অংশগ্রহণকারীরা বয়সভিত্তিক ২ শাখায় প্রতিদ্বন্দ্বিতা করবে-
‘ক’ শাখা: ৬-১১ বছর বয়সী ছেলে-মেয়ে।
‘খ’ শাখা: ১১-১৫ বছর বয়সী ছেলে-মেয়ে।
অংশগ্রহণের নিয়ম
আবেদনপত্র ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)।
আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
এরপর প্রাথমিক (আঞ্চলিক) বাছাই অনুষ্ঠিত হবে ১১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
দেশের ৬টি বিভাগীয় শহরে বিভাগীয় বাছাই হবে ২১ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত বাছাই, অক্টোবর মাসে।
সবশেষে নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ফাইনাল পর্ব, যা সরাসরি প্রচার করবে বিটিভি।
