কোন দেশের ভিসা পেতে ব্যাংকে কত টাকা দেখাতে হয়?

বিদেশে ঘুরতে গেলে সবসময়ই সচেতনভাবে আর্থিক প্রস্তুতি রাখতে হয়।

বিমান ভাড়া, হোটেল ভাড়া, খাবার খরচ- ব্যয়ের হিসাব মেলাতে প্রয়োজন হয় বড় অংকের টাকার।

তার আগে মাথায় রাখতে হয় ভিসার জন্য ব্যাংকে টাকা রাখার বিষয়টি।

মালদ্বীপের মত বিভিন্ন দেশে ব্যাংক একাউন্টে টাকা না দেখিয়েই ভ্রমণ করতে পারবেন।

কিন্তু অধিকাংশ দেশেই ভ্রমণে যেতে হলে ভিসার জন্য ব্যাংকে পর্যাপ্ত টাকা দেখাতে হয়।

আজকের আয়োজনে থাকছে ভ্রমণের জন্য জনপ্রিয় কিছু দেশের ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টের খোঁজখবর।

ভিসার জন্য ব্যাংকে টাকা দেখাতে হয় কেন?

অধিকাংশ দেশের ভিসা পেতেই ব্যাংকে যথেষ্ট লেনদেনের প্রমাণ দেখানো বাধ্যতামূলক।

ভিসা দেয়ার আগে তারা দেখতে চায় যে, আপনার একাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা।

ভ্রমণের জন্য আপনি হুট করে একাউন্টে টাকা এনেছেন নাকি নিয়মিতই সেখানে ভাল পরিমাণ টাকা থাকে- তা যাচাই করতে অনেক দেশ আগের লেনদেনও দেখে থাকে।

ভিসা দেয়ার আগে ব্যাংক একাউন্ট চেক করা হয় একটি মাত্র কারণে। সেটি হচ্ছে- আপনি কতটা সামর্থ্যবান তা দেখার জন্য।

যেদেশের ভিসা চাচ্ছেন, সেখানে ভ্রমণের খরচ মিটিয়ে ফিরে আসার মত সামর্থ্য আপনার আছে কিনা- সেটি ভিসা অফিসাররা বুঝার চেষ্টা করেন।

সে কারণে ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকলে এবং অতীতে ভাল পরিমাণ লেনদেন হয়ে থাকলে- আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি।

কারণ, সব দেশই চায় বড়লোকরা তাদের দেশে ভ্রমণ করুক এবং সেখানে বেশি বেশি ডলার খরচ করুক।

ভ্রমণের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হতেই দেশগুলো এসব পলিসি নিয়ে থাকে।

কোন দেশের ভিসা পেতে কত টাকা দেখাতে হয়?

একেক দেশ একেক রকমের সর্বনিম্ন টাকা ভিসা আবেদনকারীর ব্যাংকে দেখতে চায়।

নীচে কয়েকটি জনপ্রিয় দেশের ব্যাংক স্টেটমেন্ট চাহিদা তুলে ধরা হলো।

কানাডা

২-৪ সপ্তাহের জন্য কানাডায় ঘুরতে গেলে ব্যাংকে ৫ হাজার কানাডিয়ান ডলার দেখাতে হবে।

সঙ্গে ৩ থেকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং ও প্রয়োজনীয় ক্ষেত্রে ইনবাইটেশন লেটার দেখাতে হবে।

শ্রীলংকা

১৫ দিনের জন্য শ্রীলংকায় ঘুরতে গেলে ব্যাংকে ১ হাজার দেখাতে হতে পারে।

সঙ্গে ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং, রিটার্ন টিকেট দেখাতে হবে।

অস্ট্রেলিয়া

২ সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া ঘুরতে গেলে ৫ হাজার ডলার দেখানো নিরাপদ।

পাশাপাশি ৬ মাসের লেনদেন, স্যালারি স্টেটমেন্ট, ফিরতি টিকেট দেখাতে হবে।

জার্মানি, স্পেন, ফ্রান্স

জার্মানি, স্পেন, ফ্রান্সের মত দেশের শেনজেন ভিসার জন্য দিনপ্রতি ১০০ ইউরো দেখাতে হতে পারে।

সাথে ৬ মাসের ব্যাংক হিসাব, ফিরতি টিকেট, হোটেল বুকিং ও ৩০ হাজার ইউরোর ট্রাভেল ইন্সুরেন্সের প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহের ভ্রমণে গেলে ব্যাংকে প্রয়োজন হবে ৬ হাজার ডলারের মত সঞ্চয়।

এর সঙ্গে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ফিরতি টিকেট, ভ্রমণ সূচি দেখাতে হবে।