বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট না থাকলেও এখন থেকে তারা ভোটার হতে পারবেন। ফলে যেসব প্রবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও ভোটার হতে পারবেন।
পাসপোর্ট ছাড়াই প্রবাসীদের ভোটার হতে করণীয়
প্রথমে অনলাইনে নির্বাচন কমিশনের ফরম-২(ক) পূরণ করতে হবে, যা পরে জমা দিতে হবে।
পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসরত ৩ জন বৈধ এনআইডি-ধারী বাংলাদেশির প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জন্ম নিবন্ধন সনদের অনলাইন ভেরিফায়েড কপি সংযুক্ত করতে হবে।
একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
আবেদনকারীর পিতা-মাতার এনআইডি বা জন্ম/মৃত্যু সনদের কপি দিতে হবে (যদি প্রযোজ্য হয়)।
অতিরিক্ত যেসব কাগজপত্র লাগতে পারে
শিক্ষা সনদ (এসএসসি/সমমান), নিকাহনামা, স্বামী/স্ত্রীর এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিল বা ওয়ারিশ সনদ- এসব কাগজও প্রয়োজনে জমা দিতে হবে।
ভোটার আবেদন কোথায় জমা দিতে হবে?
প্রয়োজনীয় নথি সরাসরি দূতাবাসে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে।
আর তা সম্ভব না হলে আবেদনকারীর প্রতিনিধি বাংলাদেশে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে আবেদনপত্র জমা দিতে পারবেন।
যেসব দেশের প্রবাসীরা ভোটার হতে পারবেন
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডাসহ ৯টি দেশে ১৬টি স্টেশনের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন চলছে।
ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।
