রাস্তা বন্ধ করে চলাচল: গাজীপুরের পুলিশ কমিশনারকে ‘শোকজ করা হবে’

রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে শোকজ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাস্তা বন্ধ করে পুলিশ কমিশনারের অফিসে যাওয়া-আসার বিষয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সরকারের পদক্ষেপ জানতে চান সাংবাদিকরা।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়ে তাদের নজরে এসেছে এবং আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।

“তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। রাস্তা বন্ধ করে কেন তিনি কর্মস্থলে যান, সে জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।”