বাংলাদেশের গোপালগঞ্জে প্রাণঘাতি সংঘাতে সেনাবাহিনীর গুলি চালানো নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা চলছে।
এনসিপির সমাবেশ ঘিরে এই সংঘাতে গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ৫ জন মারা গেছেন।
সংঘর্ষের সময় গুলি চালানোসহ সেনা সদস্যদের বিভিন্ন ভূমিকার ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে, যা সমালোচনার জন্ম দেয়।
এ বিষয়ে রোববার সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেখানে যে পরিস্থিতি, সেখানে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
গোপালগঞ্জের ঘটনার পর জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক ‘দমন-নির্যাতনের’ অভিযোগ করেছে আওয়ামী লীগ।
সংঘর্ষের পর থেকে জেলায় জরুরি অবস্থাও চলছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যারা অন্যায় করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক। পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে।”
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ‘অনেক ভালো’ বলেও দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা।