প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সকালে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণ নির্বাচন মুখি হলে কোন গোষ্ঠীর ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যেন কোন ধরনের অস্ত্র প্রবেশ করতে না পারব সেবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়া করণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। বৃষ্টির জন্য কৃষকের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।তবে, আলুর দাম কম উল্লেখ করে তিনি বলেন, বিদেশে রপ্তানি বাড়ানো যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কৃষক যেন ন্যায্য মূল্য পায় সেবিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সেসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সীমান্তে অস্ত্র চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, শুধু নির্বাচন কেদ্রীক নয় সব সময়ের জন্য দেশে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম দেখতে রাজধানীর দারুস সালাম থানা পরিদর্শন
করেন উপদেষ্টা। দেশের সীমান্ত এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
