গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ড হত্যাকাণ্ড

গোপালগঞ্জে গুলিতে নিহতদের ময়নাতদন্ত না করা নিয়ে ব্যাপক সমালোচনার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন মারা গেছেন।

গুলিবিদ্ধ অবস্থায় মারা যাওয়াদের ময়নাতদন্ত না করেই দাফন করা হয়েছে, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি করেছে।

বলা হচ্ছে, সরকারি বাহিনীর গুলিতে ‘মানুষ হত্যাকে’ আড়াল করতেই নিহতদের ময়নাতদন্ত করা হয়নি।

এ বিষয়ে শনিবার ঢাকা বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, ময়নাতদন্ত না করা নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সাংবাদিকদের তিনি বলেন, “প্রয়োজন হলে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”

ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।