সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে আদালতে ধাক্কাধাক্কি

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন শুনানি চলাকালে আদালতে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বাগবিতণ্ডার একপর্যায়ে আগামী রোববার পরবর্তী শুনানীর সময় নির্ধারণ করেছে হাইকোর্ট।

সোমবার যাত্রাবাড়ী থানায় করা যুবদল কর্মী আবদুল কাইয়ুম হত্যা মামলা বাতিল চেয়ে এ বি এম খায়রুল হকের আবেদন শুনানি হয় হাইকোর্টে।

সেখানেই রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে খায়রুল হকের পক্ষের আইনজীবীদের বাগবিতণ্ডা শুরু হয়। যা পরে হাতাহাতিতে রুপ নেয়।

এ বি এম খায়রুল হক বাংলাদেশের ইতিহাসে প্রথম সাবেক প্রধান বিচারপতি, যাকে গ্রেপ্তার হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।

দায়িত্বে থাকাকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন এ বি এম খায়রুল হক; যেগুলো দক্ষিণ এশিয়ার দেশটির রাজনৈতিক ইতিহাসই পাল্টে দিয়েছে।

ফলে দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিক পক্ষে-বিপক্ষের প্রতিক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়েছে।

ঢাকায় ক্ষমতায় পরিবর্তন আসার পর এখন তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছে।