হংকং চায়নার বিপক্ষে জয়ের ‘খুব সম্ভাবনা’ দেখছেন হামজা

এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচ হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের। এ ম্যাচের জন্য ইংল্যান্ড থেকে দেশে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। নিজের উপর প্রত্যাশার চাপ আছে জানেন, জানেন তাকে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সবকিছু বিবেচনা করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন হামজা চৌধুরী।

মঙ্গলবার অনুশীলন শুরুর আগে দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন হামজা। সেখানে জানান, ‘দলের সাথে, কোচের সাথে আমাদের সম্পর্ক ভালো। দেশের খেলোয়াড়রা তিন-চার সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছেন। কোচের সাথে কথা বলেছি, খেলোয়াড়দের সাথে কথা বলেছি। আমাদের দলে ট্যালেন্ট আছে, কঠোর পরিশ্রম আছে, আগ্রাসী মনোভাব আছে। ইনশাআল্লাহ আমরা এ ম্যাচ জিতব। আমাদের জয়ের খুব সম্ভাবনা আছে।’

‘সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের পরিকল্পনা কাজ করেনি। তাদের বিপক্ষে আমরা ২ গোল হজম করেছিলাম। ডিফেন্সে আরও ভালো করলে আমরা গোল হজম করতাম না, শেষের দিকের পেনাল্টিটা পেলে ভালো হতো। এভাবেই ফুটবল খেলা হয়। অনেক সময় ম্যাচের কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন না, মাঝে মাঝে এমনটা হয়। বিশ্বাস করি কোচ ও খেলোয়াড়রা একসাথে ভালো পরিশ্রম করছে। হ্যাঁ, হংকং আমাদের জন্য ভিন্ন চ্যালেঞ্জ, তবে বিশ্বাস করি আমরা জিততে পারব।’

নিজের কাজ নিয়ে হামজা বলেন, ‘মিডফিল্ডারের সংজ্ঞাই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা। তাই ইনশাআল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি বেশ রোমাঞ্চিত, আমি খুব উপভোগ করছি।’

দলগত খেলার উপর জোর দিয়ে হামজা আরও বলেন, ‘দিনশেষে ফুটবল একটা দলগত খেলা। আমি মনে করি, মেসি যদি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবু আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতোই। তাই ফুটবল কখনও একজনের খেলা নয়। বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেভাবে একটা জাতি হিসেবে আছি, সেভাবেই ঐক্যবদ্ধ থাকা। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে থাকলে একটা দেশ হিসেবে সফল হতে পারবো।’