বাংলাদেশের হয়ে খেলতে পেরে গর্বিত হামজা

এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। অভিষেক হওয়ার পর বাংলাদেশের জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন ২৮ বর্ষী তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন লেস্টার সিটিতে খেলা এ তারকা মিডফিল্ডার, লিখেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।

নিজের ভেরিফাইড ফেসবুকে ছবি পোস্ট করে হামজা লিখেছেন, ‘আমরা যেমন আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম তেমনটা হয়নি! কিন্তু বরাবরের মতোই বাংলাদেশ এবং দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত! এই বিরতি থেকে অনেক ইতিবাচক নেয়ার মত অনেক কিছু আছে। ইনশাআল্লাহ, নভেম্বরে দেখা হবে।’

এ বছরের মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন হামজা। ভুটানের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পান। সবশেষ হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ঘরের মাটিতে দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন বাংলাদেশের প্রাণভোমরা।