গাজায় যুদ্ধবিরতির ‘পথে’ হামাস-ইসরাইল, হামলা বন্ধে ট্রাম্পের আহ্বান

ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের মধ্যেই গাজায় যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার কয়েকটি অংশ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস।

এর ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার পথ খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

হামাসের সাড়া পাওয়ার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের বিশ্বাস, হামাস এখন “দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রস্তুত”।

ওভাল অফিসে রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি এই পরিকল্পনা মধ্যস্থতায় সাহায্য করার জন্য কাতার, মিশর এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশকে ধন্যবাদও জানিয়েছেন।

এর আগে হামাস তাদের বিবৃতিতে জানিয়েছে যে, তারা সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত, তবে শান্তি প্রস্তাবের অন্যান্য দিক নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে সংগঠনটি।

হামাসকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিতে রবিবারের সময়সীমার বেঁধে দিয়েছিলেন ট্রাম্প।

তাতে হামাস সাড়া দেয়ায় কাতার আশা করছে, শিগগিরই একটি স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার পরবর্তী ধাপ শুরু হতে পারে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি স্থাপনের জন্য আন্তর্জাতিক মহলের মনোযোগ এখন কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে।

তাতে অগ্রগতির ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, “আমরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি। এটা শুধু গাজা নিয়ে নয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি নিয়ে।”