সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার তৎপরতা শুরুর পর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার একদিন পর এই প্রজ্ঞাপন জারি করলো সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনানিবাসের বাশার রোডের এমইএস ৫৪ নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে।
‘যথাযথ কর্তৃপক্ষের’ অনুমোদনে এই আদেশ জারির কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনার ২ মামলায় গেল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাদের ১৫ জনই বর্তমান সেনা কর্মকর্তা।
পরে শনিবার সেনাবাহিনী অভিযুক্ত কর্মকর্তাদের হেফাজতে নেয়ার তথ্য জানায়।
এসব কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, গ্রেপ্তার দেখানোর পর তাদের আদালতে হাজির করতে হবে।
এসব আসামি সাবজেলে না অন্য কারাগারে থাকবেন সেটি ট্রাইব্যুনাল ঠিক করবে বলেও জানান তিনি।
