রাজধানীর ফরচুন শপিংমলে অভিনব কায়দায় ‘৫শ ভরি’ স্বর্ণ লুট

বোরকা পরিহিত চোর চক্রের ২সদস্য

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে শম্পা জুয়েলার্স থেকে বোরকা পড়ে অভিনব কায়দায় স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। চোর চক্র ৫০০ ভরি স্বর্ণ লুট করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার দিবাগত রাত ৩ টা ৭ মিনিটে ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্সের সামনে আসে বোরকা পরিহিত চোর চক্রের দুই যুবক। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দোকানটির শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। চোর চক্রের সদস্যরা জুয়েলারির বিপুল পরিমান স্বর্ণ নিয়ে ৪টা ১মিনিটে ঘটনাস্থল ত্যাগ করে।

দোকানটির স্বত্তাধিকারী অচিন্ত কুমার বিশ্বাসের অভিযোগ, রাত তিনটার দিকে জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়। ভোরের দিকে নিরাপত্তা প্রহরী তাকে ফোন করে চুরির তথ্য জানায়। স্বর্ণ লুটের এই ঘটনায় মার্কেটের ভেতরের কারো সংশ্লিষ্টতায় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফরচুন শপিং মলের দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তানজিদ খান বলেন, এমন চুরির ঘটনা এবারই প্রথম। এ ঘটনায় মার্কেটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সার্বিক ভাবে আমরা শঙ্কিত।

সকালেই ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও নজরদারিতে রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গত রবিবার রাতে রাজধানীর যাত্রবাড়ীর রায়হান সুপার মার্কেটে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে।