নেপালে নেতাদের বাড়িতে বাড়িতে জেন-জি বিক্ষোভকারীদের হামলা

নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে রাজনৈতিক নেতাদের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে জেন জি বিক্ষোভকারীরা।

মঙ্গলবার কাঠমান্ডু ভ্যালি ও বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতা এবং মন্ত্রীর বাড়িতে পাথর নিক্ষেপ করে তারা। কয়েক জায়গায় বাড়িঘরে আগুনও ধরিয়ে দেয়া হয়েছে।

ললিতপুরে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় বিক্ষোভকারীরা উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভৈসেপাতির বাড়িতে পাথর নিক্ষেপ করে।

সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা হয়।

এছাড়া নেপালের রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বিষ্ণু পাউডেলের ভৈসেপাতি এলাকার বাড়িতে পাথর ছোড়া হয়।

বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবার বুধানিলকণ্ঠ এলাকার বাড়ির দিকে এগোলেও পুলিশ তাদের থামিয়ে দেয়।

অন্যদিকে প্রধান বিরোধী দল সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহালের খুমালতার বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়।

স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, বিক্ষোভকারীরা শুধু রাজধানী নয়, বিভিন্ন জেলায়ও মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী ও অন্য নেতাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।