পাকিস্তানের পর এবার ভারতেও বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণে ভারতের দিল্লিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে চলে যাওয়ায় প্লাবিত হয়েছে ঘরবাড়ি , রাস্তাঘাট ও ত্রাণকেন্দ্র। ভারতীয় গণমাধ্যম বলছে, অবিরাম বর্ষণে দিল্লিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে গেছে। এতে ময়ুর বিহার ফেজ-১ নিম্নাঞ্চলের ত্রাণকেন্দ্রগুলো প্লাবিত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টায় দিল্লির পুরোনো রেল সেতুতে যমুনার পানি ছিল ২০৭.৪৮ মিটার। রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পানি একই মাত্রায় থাকলেও সকাল থেকে সামান্য বৃদ্ধি পেয়েছে।
এক্স–এ দেওয়া পোস্টে এনডিআরএফ জানায়, যমুনার পানি বিপৎসীমার ওপরে যাওয়ায় যমুনা বাজার, নাজাফগড় ও জইতপুরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা হয়, নিরাপদে সরিয়ে নেওয়া হয় ৬২৬ জন মানুষ ও ১৩টি গবাদি পশুকে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ ও ৬ সেপ্টেম্বরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
সর্বশেষ আপডেটে আবহাওয়া দপ্তর হরিয়ানার পানিপথ, সোনিপথ, গুরগাঁও, ফারিদাবাদ, পালওয়াল ও মেওয়াটে রেড অ্যালার্ট জারি করেছে। ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
এছাড়া মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল, জম্মু-কাশ্মিরসহ আরও কয়েকটি অঞ্চলে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
