এসএসসি পরীক্ষায় পাস দেওয়ার দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে ফেইল করা শিক্ষার্থীরা।
সোমবার ৩০-৪০ জন পরীক্ষার্থী বোর্ডের গেইট আটকে বিক্ষোভ দেখায়।
এসময় গেইটের সামনের রাস্তায় দাঁড়িয়ে তাদের ‘পাস চাই, পাস চাই’ স্লোগান দিতে দেখা যায়।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে পাসের হারে আগের তুলনায় এবার ধ্বস নামতে দেখা যায়।
এবার পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
আন্দোলনে অংশ নেয়া একজন পরীক্ষার্থী সায়েম আহমেদ জানিয়েছেন, এবারের ফলাফলে তারা সন্তুষ্ট নন।
“ফেইল করার মত পরীক্ষা তো আমরা দেইনি। খারাপ পরীক্ষা দিলেও এক-তৃতীয়াংশ শিক্ষার্থী ফেইল করতে পারে না। আমরা ফলাফল সংশোধন চাই।”
