রাকসুর জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিমের প্রার্থিতা ঘোষণা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট সদস্য পদে লড়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা।

৩ যুগ পর আগামী ১৫ সেপ্টেম্বর ছাত্র প্রতিনিধি বেছে নিতে ভোট দিবে রাবি শিক্ষার্থীরা।

নির্বাচন সামনে রেখে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ফাহিম রেজা।

সাংবাদিকদের ফাহিম রেজা বলেন, “স্বাধীনতার পরও মানুষের অনেক স্বপ্নই অধরা থেকে গেছে। ২৪ এর বিপ্লবের পরেও আমরা দুঃখ, হতাশা আর বিভাজনের রাজনীতি দেখেছি। লেজুড়বৃত্তিক আধিপত্যবাদী, দখলদারত্বের রাজনীতির ভয়াবহতা এখনও বিদ্যমান। সেই আশংকা মোকাবেলায় ছাত্র সংসদের বিকল্প নেই।”

বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নানা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “ভর্তি হওয়ার পর থেকেই দেখেছি শিক্ষার্থীরা নানান সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। আবাসন সংকট, চিকিৎসা অবহেলা, একাডেমিক জটিলতা, গবেষণার সুযোগের ঘাটতি, লাইব্রেরি ও ল্যাবের সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা এবং বৈষম্যের শিকার হওয়া।”

ফাহিম রেজার আশা, শক্তিশালী ও সক্রিয় রাকসু গঠন করা গেলে এসব সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হবে।