সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

জাল-জালিয়াতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত মামলার রায় দেওয়ার অভিযোগে ঢাকার শাহবাগ থানার একটি মামলায় তাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার সকালে ঢাকার মহানগর আদালতে এবিএম খায়রুল হককে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

গত ২৪শে জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশের প্রথম ব্যক্তি, যাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে।

এমন কিছু বিচারপ্রক্রিয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন, যেগুলোর রায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকেই পাল্টে দিয়েছে। ফলে রাজনৈতিক পক্ষ-বিপক্ষের প্রতিক্রিয়া খায়রুল হককে দক্ষিণ এশিয়ার দেশটির সবচেয়ে আলোচিত বিচারপতিদের একজনে পরিণত করেছে।