ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে শুরুতে এগিয়ে গেছেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
হলে হলে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে, অন্যদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি।
উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ফলের জন্য রাত জাগছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মধ্যরাতে ফলাফল আসতে শুরু করছে। ঢাবি শিক্ষার্থীদের নেতৃত্বে কে আসছেন- তা জানতে অপেক্ষা করছে দেশবাসীও।
অমর একুশে হলে ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ পেয়েছেন ১৪১ ভোট।
ফজলুল হক মুসলিম হলে সাদিক কায়েম ৮৪১ ভোট পেয়েছেন, ১৮১ ভোট পেয়েছেন আবিদ।
সুফিয়া কামাল হলে সাদিক কায়েম পেয়েছেন ১২৭০ ভোট, এই হলে দ্বিতীয় হওয়া উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট। চতুর্থ স্থানে থাকা আবিদকে ভোট দিয়েছেন ৪২৩ জন।
শহীদুল্লাহ হলে সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়েছেন, আবিদ পেয়েছেন ১৯৯ ভোট।
(এই প্রতিবেদনটি সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হবে।)
