রাজধানীর চারটি হাসপাতালে অভিযান চালিয়ে ১৫ ব্যক্তিকে আটক করেছে র্যাব।
র্যাব বলছে, তারা হাসপাতালে ‘দালালির’ সঙ্গে জড়িত।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল (নিটোর), শিশু হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে এ অভিযান চালানো হয়।
এসব হাসপাতাল থেকে একটি চক্র রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যান, এমন অভিযোগ বহু পুরনো।
আটক হওয়া ১৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।