ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল থেকে শুক্রবার ৪৬ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে মহানগর পুলিশ।
এ নিয়ে গত ১০ মাসে মিছিলে অংশ নেয়ায় দলটির ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি।
ডিএমপির উপকমিশনার তালেবুর রহমানের দাবি, জনমণে আতংক সৃষ্টির চেষ্টা করায় এসব গ্রেপ্তার অভিযান চলছে।
আওয়ামী লীগের গ্রেপ্তার নেতাকর্মীদের বেশিরভাগই বাইরের জেলা থেকে ঢাকা মহানগরে আসেন বলে জানান তিনি।
গেল বছর আন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে।
নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকা ও ঢাকার বাইরে দলটির নেতাকর্মীরা মিছিল করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে আসছে।
এদিকে আইনশৃঙ্খলাবাহিনী নিয়মিতই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের গ্রেপ্তারের তথ্য দিয়ে আসছে।
সবশেষ শুক্রবার পুলিশ ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের তথ্য দিল।
তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছেন ডিএমপির তালেবুর রহমান।
