কুমিল্লায় শিশু হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
২০২৩ সালের আগস্টে কুমিল্লায় নিখোঁজের পর ৭ বছরের সায়মনের অর্ধগলিত লাশ পাওয়া পায় ঝোপের ভিতর।
এই মামলার তদন্তে নেমে শিশুর চাচী শেফালী বেগম ও বিল্লাল হোসেন নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত শেষে পুলিশের অভিযোগ পত্রে বলা হয়, এই ২ জনের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু সায়মনকে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়।
২ বছরের আইনি লড়াই শেষে বুধবার আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে।
