জবিতে চালু হচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার

কামরুল হাসান, জবি প্রতিনিধি

শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় নতুন একটি সফটওয়্যার ব্যবহার করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

‘ক্লাস মনিটরিং সফটওয়্যার’ বাস্তবায়ন করতে কর্মশালাও শুরু করেছে কর্তৃপক্ষ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে এ বিষয়ে ধারণা দিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

উপাচার্য দাবি করেছেন, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই প্রথমবার ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে।

“শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমে আমরা এর পূর্ণ সফলতা পাব।”

আসছে আগস্টেই এই সফটওয়্যারটির বাস্তবায়ন শুরু করার আশা প্রকাশ করেছেন রেজাউল করিম।

“এতে শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে”, বলেন উপাচার্য।