বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং কর্পোরেশন(আরসিবিসি) ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে সিআইডি। সাইবার জালিয়াতির মাধ্যমে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় বাজেয়াপ্তের এই নির্দেশ দিয়েছেন ঢাকার জেষ্ঠ্য বিশেষ জজ আদালত।

ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো ট্যান (Lorenzo Tan), জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোস ডিগুইতো (Maia Santos Deguito) এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও জুপিটার ব্রাঞ্চের আরও কয়েকজন কর্মকর্তা ৫টি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন, যা তদন্তে প্রমানিত হয়েছে।

ফিলিপাইনের আদালতও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছেন। রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতেও মামলা করে বাংলাদেশ।

ঢাকার আদালত নির্দেশ দেন যে, আরসিবিসি ব্যাংক থেকে বাজেয়াপ্ত হওয়া পুরো ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠাতে হবে।
সিআইডি’র প্রধান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, এ সংক্রান্ত আদেশ বাস্তবায়নের জন্য কপি বাংলাদেশ ও ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হচ্ছে।

বাংলাদেশ সরকার, জাতিসংঘের United Nations Convention Against Transnational Organized Crime (UNTOC), ফিলিপাইনের আইন এবং Financial Action Task Force (FATF) নির্দেশনার ভিত্তিতে ফিলিপাইন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই অর্থ ফেরত আনার ব্যবস্থা করবে। পাচার হওয়া অর্থ পুরোপুরি ফেরত আনতে বাংলাদেশ বদ্ধপরিকর বলেও জানায় সিআইডি।