ভোলায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফকে তার বাসার সামনে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে আরিফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

গেল বছর বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হওয়ার পর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

মব সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় থেকে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে চলে যান।

আরিফের স্বজনরা জানান, ছাত্রলীগের এই নেতাও ৬ মাস পলাতক ছিলেন। অসুস্থ বাবাকে দেখতে ২দিন আগে তিনি বাড়িতে ফেরেন।

রাত ১টা থেকে ফজরের আজানের মধ্যবর্তী সময়ে তাকে ঘর থেকে বের করে মাথা ও শরীরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমন ধারণা করছেন তারা।

তার মাথার চারপাশে গুরুতর জখমের পাশাপাশি হাতও ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা বলছে ভোলা সদর মডেল থানা পুলিশ।