রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনের দাবি জানিয়েছে ছাত্রদল।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় তাদের ‘ছবি ছাড়া ভোট তালিকা মানি না’, ‘ভোট আমার অধিকার, কেড়ে নেওয়ার তুমি কে’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
পরে তারা রাবি উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন।
ছাত্রদলের অন্য দাবিগুলো হলো- বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, আবাসিক হলগুলোতে সব ছাত্র সংগঠনের সহাবস্থান এবং বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে একটি জামায়াতপন্থী প্রশাসন এসেছে। তারা রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এবং সব দায়ভার ছাত্রদলের ওপর চাপাতে চাইছে।
“প্রশাসন বলছে, ছাত্রদল নির্বাচন হতে দিতে চায় না। আমরা কেন নির্বাচন হতে দেব না? প্রশাসন যদি সুষ্ঠুভাবে সব বিষয় নিয়ন্ত্রণ করে, তবে ছাত্রদলের কোনো আপত্তি থাকবে না।”
তিনি আরও অভিযোগ করেন, “ইসলামী ছাত্রশিবির ছাড়া রাকসু নির্বাচন নিয়ে অন্য কোন ছাত্র সংগঠনের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।”
