ক্রিকেটকে বিদায় বললেন চেতেশ্বর পূজারা

ভারতের নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।

পোস্টে পূজারা লিখেছেন, “ভারতের জার্সি গায়ে মাঠে নামা, জাতীয় সংগীত গাওয়া এবং দেশের জন্য লড়াই করা- এটা ভাষায় বোঝানো কঠিন।

“তবে প্রতিটি ভালো কিছুরই শেষ আছে। তাই কৃতজ্ঞতা জানিয়ে আমি সব ধরণের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”

৩৭ বছর বয়সী পূজারা ভারতের হয়ে ১০৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন।

২০১০ সালে আন্তর্জাতিক অভিষেকের পর টেস্টে তিনি ৭ হাজার ১৯৫ রান করেন, গড় ৪৩.৬০। এর মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি।

দশকের বেশি সময় ধরে টেস্টে ৩ নম্বর পজিশনে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তার অবদান এখনো স্মরণীয়। দীর্ঘ ইনিংস খেলে দলকে বাঁচানোর ক্ষেত্রে পূজারার খ্যাতি ছিল বিশ্বজুড়ে।

শেষবার তিনি ভারতের হয়ে খেলেছিলেন ২০২৩ সালে ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।

এরপর আর জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে এবং ইংল্যান্ডের কাউন্টি দলে খেলা চালিয়ে গিয়েছিলেন পূজারা।