চট্টগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলা বাকস্বাধীনতা বন্ধ করার চেষ্টা। এই হামলার তীব্র নিন্দা এবং প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নিয়ে এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গেলেও বিপদ, সঠিক তথ্য সংগ্রহ করতে গেলেও বিপদ। যার উৎকৃষ্ট প্রমাণ সীতাকুণ্ডের এই ঘটনা। হামলাকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২ দিন পার হয়ে গেছে হামলাকারীদের প্রশাসন চেনা সত্বেও এখনো গ্রেফতার করে নাই। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানাই। আমাদের সহকর্মীদের রক্তঝরানোর প্রতিবাদে আজ আমরা দাড়িয়েছি।

মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, ফটোসাংবাদিক ও টেলিভিশন কর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহে গেলে এখন টেলিভিশন এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের ওপর সন্ত্রাসীরা হামলা করে। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মারধর করে, ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে এবং আইডি কার্ড ছিনিয়ে নেয়।