চবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো পর এবার পেছালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন।
চাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ১৫ অক্টোবর ধার্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়। এদিন দুপুরে দুইজন নতুন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, ১২ অক্টোবর নির্বাচনের কথা থাকলেও দুর্গাপূজার ছুটি থাকায় প্রার্থীরা মাত্র পাঁচ কার্যদিবস প্রচারণার সুযোগ পেতেন। বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন ভোটগ্রহণ তিনদিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনও নির্বাচনের নতুন তারিখ নিশ্চিত করেছেন। আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
