ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিকেল ৩টার সময় বিএনপির সঙ্গে, সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীও থাকবেন বলে জানিয়েছেন তিনি।
