বাড়ি কিনলেই যে ৫ দেশের নাগরিকত্ব পাবেন

বাড়ি কিনেই নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছে আমেরিকার ৫টি দেশ।

পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই ৫ দেশের পাসপোর্ট গ্রহণের সুযোগ রয়েছে।

এই ৫ দেশের নাগরিক হতে পারলে ইউরোপসহ বিশ্বের ১৫০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে।

ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বাসিন্দারা দেশটির নাগরিক হতে আবেদন করছেন।

যুক্তরাষ্ট্র ছাড়াও ইউক্রেন, তুরস্ক, নাইজেরিয়া ও চীনের বাসিন্দারা এই ৫টি দেশে নাগরিকত্ব নিতে ব্যাপকভাবে আবেদন করছেন।

ক্যারিবীয় অঞ্চলের এই পাঁচটি দ্বীপ দেশ হলো- অ্যান্টিগা এন্ড বারবোডা, ডমিনিকা, গ্রানাদা, সেন্ট কিটস এন্ড নেভিস এবং সেন্ট লুসিয়া।

এই দেশগুলোতে নাগরিকত্ব পাওয়ার জন্য ২ লাখ ডলারের প্রয়োজন হবে, টাকার হিসেবে যার পরিমাণ ২ কোটি ৪০ লাখের মতো।

এই ব্যয়কে দেশগুলো বিনিয়োগ হিসেবে দেখছে। সেজন্য তারা এই প্রকল্পকে বলছে- বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব।

এর ফলে অন্য দেশের বাসিন্দাদের মধ্যে নাগরিকত্ব গ্রহণের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে ৭০ শতাংশই আবার যুক্তরাষ্ট্রের বাসিন্দা। দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে ৫ দ্বীপ দেশে নাগরিকত্ব গ্রহণের চাহিদা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

ক্যারিবীয় দেশগুলোর পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে সহজে ভ্রমণ করার সুযোগ থাকায় বিশেষ করে ব্যবসায়ীরা দ্বিতীয় দেশ হিসেবে এসব দেশকে বেছে নিচ্ছেন।

কানাডার ব্যবসায়ী রবার্ট টেইলর বলেছেন, অ্যান্টিগার অনিন্দ্য সৌন্দর্য পাশাপাশি বিশ্বে ব্যবসায়িক সুবিধা পেতে তিনি সেখানে নাগরিকত্বের জন্য ২ লাখ ডলার ব্যয় করেছেন।