বাড়ি পুড়িয়ে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না: জাসদ

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে ম্লান করা যাবে না”- বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেয়া শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন।

গেল বছর দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক পরিবর্তন আসার পর দেশজুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পাশাপাশি ধানমন্ডিতে তার বাড়িও গুড়িয়ে দেয়া হয়।

এরই মধ্যে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের সাধারণ ছুটিও বাতিল করে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাসদ গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বলেছে, “বঙ্গবন্ধু-বাংলাদেশ-বাঙালি এক, অভিন্ন ও অবিচ্ছেদ্য সত্ত্বা।

“বঙ্গবন্ধু কোন দল বা গোষ্ঠী বা পরিবারের সম্পত্তি না; বঙ্গবন্ধু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা।”

ঢাকার ক্ষমতায় পরিবর্তন আসার পর শেখ মুজিবুর রহমানের বিরোধিতার প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, “ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘর শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

“সেই ইতিহাস আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুড়িয়ে দিয়ে; ১৫ আগস্ট শোক দিবস পালনে নিষেধাজ্ঞা দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না।”

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাসদ বলেছে, “বাঙালি জাতির অবিসংবাদিত নেতাকে সপরিবারে নির্মম হত্যাকান্ড শুধু বাংলাদেশ ও বাঙালির ইতিহাসে সবচেয়ে শোকাবহ ঘটনাই নয়, আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি কালো অধ্যায়।”