ববি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদের আপত্তির মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক মুহসিন উদ্দীন।
সোমবার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের দপ্তরে পদত্যাগপত্র জমা দেয়ার কথা নিজেই জানিয়েছেন তিনি।
গত ২১ মে রেজিস্ট্রার পদে যোগ দেয়ার ৫ মাসের মধ্যেই দায়িত্ব থেকে ছাড়তে হল এই অধ্যাপককে।
বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে অধ্যাপক মুহসিন উদ্দীন জানান, রোববার মৌখিকভাবে উপাচার্যকে পদত্যাগের বিষয়ে জানানোর পর সোমবার লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, সম্প্রতি ইউজিসির বাজেট পরিদর্শন দল ক্যাম্পাসে এসে ১৭টি পর্যবেক্ষণ দেয়। এর মধ্যে ৪টি সরাসরি রেজিস্ট্রার পদ সংশ্লিষ্ট ছিল।
রেজিস্ট্রার পদে থেকেও সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হওয়া, আবাসিক কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসে না থাকা ও অফিসিয়াল গাড়ি ব্যবহারের মত বিষয়ে পর্যবেক্ষণ দেয় বাজেট পরিদর্শন দল।
অধ্যাপক মুহসিন বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব পর্যবেক্ষণের পর নিজেকে এই পদে উপযুক্ত মনে করছি না। সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত।”
