বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে বিশ্ব আয়োডিন দিবস পালন করা হয়েছে। আয়োডিন দিবস উপলক্ষ্যে বিসিক ভবনে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। আয়োডিনের সমস্যা নিরসনকল্পে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব আয়োডিন দিবস উদ্যাপিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সচিব মো. ওবায়দুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম।
প্রধান অতিথি মো: ওবায়দুর রহমান বলেন, ‘আয়োডিন একটি অত্যাবশ্যকীয় উপাদান। আয়োডিন মানুষের স্বাভাবিক, মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। দেশে পুষ্টির অভাবজনিত সমস্যাগুলোর মধ্যে আয়োডিন ঘাটতিজনিত সমস্যা অন্যতম। এই সমস্যা মোকাবেলায় আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে, সচেতনতাই পারে আয়োডিন জনিত সকল রোগ নির্মূল করতে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমুল হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আশেক মাহফুজ, পোর্টফোলিও লিড, লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন, গেইন বাংলাদেশ।
সেমিনারে আলোচক হিসেবে ছিলেন, জনাব খায়রুজ্জামান, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) বিসিক, জনাব সরোয়ার হোসেন, প্রধান লবণ সেল, বিসিক ঢাকা, জনাব মো. গুলজার আহম্মেদ, কান্ট্রি ম্যানেজার, টেকনো সার্ভ, বাংলাদেশ এবং জনাব নুরুল কবির, সভাপতি, বাংলাদেশ লবণ মিল মালিক।
