মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করার পর ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো।
রাশিয়া ৭২৮টি ড্রোন ও ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনে।
সবশেষ এই হামলায় ইউক্রেনের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করা হয়েছে।
মস্কোর এই হামলাকে হোয়াইট হাউজ ইউক্রেনে আবার সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশে আকাশসীমা ব্যবহার করে এটিই রাশিয়ার চালানো সবচেয়ে বড় হামলা।
এই হামলা এমন সময়ে হয়েছে, যখন দেশ দুটি যুদ্ধবিরতির জন্য আলোচনা করছে।
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও প্রাণঘাতি হামলা চালানোয় সম্প্রতি পুতিনের সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার হামলা চালানোর পর থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন নির্বাচনের আগে এর সমালোচনা করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের আগ্রহেই রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি আলোচনার টেবিলে বসেছে। যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে কয়েকবার টেলিফোনে কথাও বলেছেন ট্রাম্প।
আলোচনার মধ্যেই ওয়াশিংটন ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
এরপরও রাশিয়া হামলা চালিয়ে যাওয়ায় কয়েকবার হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প।
সবশেষ গতকাল পুতিনের কড়া সমালোচনা করতে দেখা যায় ট্রাম্পকে। একই সঙ্গে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন তিনি।
রাশিয়ার হামলা ঠেকাতে এখন নতুন করে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ওয়াশিংটন।