Bd vs Wi: টি-২০তে বাংলাদেশের হোয়াইটওয়াশ লজ্জা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।

২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারা ক্যারিবীয়রা সহজেই ৩-০ ব্যবধানে টি-২০ ট্রফি নিজেদের করে নিয়েছে।

আগের ২ ম্যাচের মত শেষ টি-২০তেও নড়েবড়ে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। পরে বোলাররাও চেপে ধরতে পারেননি ক্যারিবীয় ব্যাটারদের।

ফলে ১৯ বল হাতে রেখেই ১৫২ রানের লক্ষ্য তাড়া করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক রাস্টন চেজ ও অগাস্টের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ম্যাচের মাঝপথেই টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর আশা শেষ হয়ে যায়।

এর আগে এ ম্যাচেও হতাশাজনক ব্যাটিং করেছেন ইমন-লিটনরা।

তবে এর মধ্যেও দারুণ ব্যতিক্রম ছিলেন তানজীদ হাসান তামিম। তার ব্যাটে ভর করেই ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫১ রানের পুঁজি পায় টাইগাররা।

৬২ বলে ৮৯ রান করা তানজীদ ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ৪ ছয়ে। এর বাইরে কেবল সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২২ বলে ২৩ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করা বাংলাদেশের আর কোন ব্যাটসম্যানই দুই অংকের স্কোর ছুঁতে পারেননি।