ক্রীড়া সম্পাদক
সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে লড়াই শেষ করলো টাইগাররা।
মিরপুরে তৃতীয় ওয়ানডেতে হেসে-খেলে জিতে ট্রফি হাতে তুলেছেন মেহেদী মিরাজরা। ৯১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার।
আর ব্যাটে-বলে দারুণ ছন্দে থাকা রিশাদ হোসাইন হয়েছেন সিরিজ সেরা।
বৃহস্পতিবার বাংলাদেশের দেয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ।
ফাইনালে রূপ নেয়া ম্যাচে কার্যত বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ঘরের মাঠে টাইগারদের ৪ স্পিনার ভাগ করে নিয়েছেন ১০ উইকেট।
নাসুম আহমেদ ও রিশাদ হোসাইন নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন তানভীর ইসলাম ও মেহেদী মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ রান করেছেন বোলার অকিল হোসাইন।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে বড় স্কোর গড়ে বাংলাদেশ। রান পেয়েছেন টাইগারদের দুই ওপেনারই।
তাদের ব্যাটে ভর করে ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৯৬ রান তুলে বাংলাদেশ।
ওপেনার সাইফ হাসান ৭২ বলে ৮০ রান ও সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অকিল হোসাইন নেন সর্বোচ্চ ৪ উইকেট।
