লেজেগোবরে ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ক্যারিবীয়দের ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে হেরে গেছে বাংলাদেশ।
১৯.৪ ওভারে ১৪৯ রান তুলতেই গুটিয়ে যায় লিটন দাসের দল।
ফলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও সোমবার চট্টগ্রামে টি-২০ লড়াইয়ে শুভ সূচনা করলো ক্যারিবীয়রা। ৩ ম্যাচের টি-২০ সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
মিডল অর্ডারে তৌহিদ হৃদয় আর শেষের দিকে বোলার তানজিম সাকিব ও নাসুম আহমেদ কিছুটা লড়াই করলেও বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা হতাশ করেছেন।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই হয় ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান।
তবে উইকেট ধরে রাখলেও পরে রানের গতি তেমন বাড়াতে পারেনি ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেটে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন অধিনায়ক সাই হোপ। বাংলাদেশের হয়ে পেসার তাসকীন আহমেদ নিয়েছেন ২টি উইকেট।
