শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়

শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেতে বাংলাদেশকে খেলতে হয়েছে শেষ ওভারের ৫ নম্বর বল পর্যন্ত।

টাইগাররা সহজ জয়ের দিকে এগুলেও শেষ ওভারে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে লিটন দাসের দল। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

দলের হয়ে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে শুরুতেই ভাল সূচনা এনে দেন ওপেনার সাইফ হাসান। আর ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে যান তাওহীদ হৃদয়।

এর আগে এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলংকা।

দুবাইয়ে ম্যাচের শুরুতে টস জিতে লংকানদের ব্যাট করতে পাঠিয়েছিলেন লিটন দাস। শুরুতেই দ্রুত রান তুলতে থাকেন ২ ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস।

পরে দাসুন শনাকার ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় শ্রীলংকা।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

এর আগে গ্রুপ পর্যায়ে বি গ্রুপের খেলায় ২ দল মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও বাকি ২ ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করেন লিটন দাসরা।

আর ৩ ম্যাচেই জয় নিয়ে গ্রুপ সেরা হয় শ্রীলংকা।