মিরপুরে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ এড়ালো পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ৭৪ রানের বিশাল জয় নিয়ে লজ্জা কিছুটা কাটালো পাকিস্তান। যদিও প্রথম দুই ম্যাচে সিরিজ নিশ্চিত হয়েছিলো বাংলাদেশের।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ। তবে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুন্য রানেই উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিমের পর দলীয় ১০ রানে বোল্ড আউট হয়ে ফেরে অধিনায়ক লিটন দাস। এরপর আর কেউ উইকেটে থিতু হতে পারেনি। একের পর এক উইকেট যাওয়ার পর ২৫ রানেই যায় ৫ উইকেট। নিয়মিত উইকেট যাওয়ার মাঝে একটু লম্বা ইনিংস খেলেন সাইফুদ্দিন। সাইফুদ্দিন ৩৫ রানে অপরাজিত থাকলেও অন্য পাশে টিকে থাকতে পারেনি কেউ। শেষে ১৬ ওভার ৪ বলে গুটিয়ে যায় টাইগাররা।
এর আগে পাকিস্তান ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে করে ৮২ রান। স্পিনার নাসুম আহমেদ পাকিস্তানের দুই ওপেনারকে ফেরানোর পর কিছুটা স্বস্তি ফিরে টাইগার শিবিরে। পাকিস্তানের পক্ষে ওপেনার ফারহান ৪১ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন। নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন ছাড়া বাংলাদেশের সব বোলারই খরুচে বোলিং করেছেন। নাসুম ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তাসকীন আহমেদ ৩ উইকেট নিলেও রান দিয়েছেন ৩৮। প্রথম ২ ম্যাচ জিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে টাইগাররা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাহিবজাদা ফারহান ও ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জাকের আলী অনিক।