ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন৷ শুক্রবার রাতে মহিষ চোরাচালানকারী একটি দলের সঙ্গে ভারতের ভেতর ঢুকে পড়েন আব্দুর রহমান।
সেসময় ভারতীয় বাহিনী গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া তার সঙ্গে থাকা ৪ জন আহত হন, তারা পরে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে কাজ করার করার কথা জানিয়েছে পুলিশ।
