এক দিনে তিন প্রতিযোগিতায় হেরেছে বাংলাদেশ বাংলাদেশ। প্রথমে ফুটবলে থাইল্যান্ডের মেয়েদের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এরপর কাভা কাপ ভলিবল ২০২৫ আসরের অলিখিত সেমিফাইনালে জাতীয় ভলিবল দল হেরেছে আফগানিস্তানের কাছে। রাতে তিন ম্যাচের প্রথম টি-টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে জাতীয় ক্রিকেট দল।
বিকেলে থাইল্যান্ডে ফিফার দুটি ফ্রেন্ডলি ম্যাচের দ্বিতীয় ও শেষটিতে আফঈদা খন্দকারের দল হেরেছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে। দুটি ম্যাচের দুটিতেই হার দেখলো মেয়েদের ফুটবল দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল।
সন্ধ্যায় অলিখিত সেমিফাইনালে আফগানিস্তান ভলিবল দলের কাছে ৩-১ সেটে হেরে কাভা কাপ আন্তর্জাতিক আসর থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। এতে ঘরের মাঠে দীর্ঘ দিন পর হওয়া আসরে শিরোপার খরা ঘুচাতে পারল না হরোশিত বিশ্বাসের দল। কাল ব্রোঞ্জপদক নির্ধারণী তৃতীয় স্থানের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।
ফুটবল, ভলিবলের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। ১৬ রানের হার দিয়ে সিরিজ শুরু করল লিটন দাসের দল। এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল।
আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৩ উিইকেট হারিয়ে ১৬৫ রান করেন। শাই হোপ সর্বোচ্চ ৪৬ রান ছাড়াও রোভমান পাওয়েল অপরাজিত ৪৪ রান করেন। জবাবে তানজিম হাসান সাকিবের সর্বোচ্চ ৩৩ রানে ভর করে ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ১৬ রানে।
