ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

শুক্রবার বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ টন ত্রাণ নিয়ে কাবুল যায়। ত্রাণ সহায়তার অংশ হিসেবে দেশটিতে তাঁবু, কম্বল, কাপড়, খাবার পানি, শুকনো খাবার ও ঔষধ পাঠিয়েছে ঢাকা।

৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে ২২শ’ এর বেশি মানুষ মারা গেছেন। হাজার হাজার ঘরবাড়ি ভেঙে পড়ায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন বহু আফগান নাগরিক। খাবার সংকট ও চিকিৎসা সেবার অপ্রতুলতায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

এ অবস্থায় বন্ধুপ্রতীম দেশগুলো সহায়তা নিয়ে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে।