এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

নেদারল্যান্ডেসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে তানজিত তামিম-নাসুম আহমেদরা। ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। শ্রীলঙ্কা, পাকিস্তানের পর নেদারল্যান্ডসকে হারিয়ে টানা তৃতীয় সিরিজ জিতল বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। নেদারল্যান্ডস ব্যাটে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়। জবাবে তানজিদ তামিমের ফিফটিতে ৯ উইকেটের বড় জয়ের সঙ্গে সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ।

দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে ৪০ রান তোলেন। ২৩ রান করে কাইল ক্লেয়িনের বলে আউট হন ইমন। এরপর লিটন ও তানজিদের দ্বিতীয় উইকেট জুটিতে অপরাজিত ৬৪ রানের সাথে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। তানজিদ তামিম ৫৪ রানে অপরাজিত থাকেন, লিটন দাস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের একমাত্র উইকেটটি কাইল ক্লেয়িন।

প্রথম ইনিংসে নাসুম আহমেদের তোপের পর তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানে দাপুটে বোলিংয়ে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় স্কট এডওয়ার্ডসরা। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ তৃতীয় ওভারে এসেই ২ উইকেট তুলে নেন। পাওয়ার প্লেতে ১৭ বলে ২৪ রান করা ওপেনার বিক্রমজিৎ সিংকে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

পাওয়ার প্লের পর মোস্তাফিজ এসে প্রথম ওভারে উইকেট তুলে নেন। দশম ওভারে তানজিম হাসান সাকিব নেন একটি উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় নেদারল্যান্ডসের তিন ব্যাটার ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩০ রান করেন স্পিনার আরিয়ান দত্ত।

দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার বিক্রমজিৎ। ১২ রান করেন শারিজ আহমেদ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। তাসকিন ও মোস্তাফিজ নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদী।